3:23 pm , June 1, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি’র ২০১৯ সালের পুন.নিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে বোর্ডের ওয়েব সাইটে পুন.নিরীক্ষণে ফলাফল দেয়া হয়েছে। এতে আবেদনকারী পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়। বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি’র ফল প্রকাশের পর বিষয় ভিত্তিক পুন.নিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাত্র ১৩০ জনের ফলাফল বদল হয়েছে। পাশাপাশি জিপিএ ৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাশ করেছেন ৪২ জন। বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, গনিত বিষয়ের পুন.নিরীক্ষণের আবেদন বেশী পড়েছিলো।