3:17 pm , June 1, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ঈদ উৎসবে নগরীর সব বিপনী বিতানে তৈরি পোশাক বিক্রি করা হয় একদর মূল্যে। পোশাকের দাম রাখা হয় অনেক বেশী এমন অভিযোগ আছে প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গত কয়েক বছর রমজান মাসে কয়েকটি বিপনী বিতানে ভ্রাম্যমান আদালত অভিযান করে। কিন্তু এ বছর সেই অভিযান হয়নি। তাই পাইকারী বাজার থেকে যে দামে কেনা হয়, ক্রেতাদের কাছে বিক্রি করা হয় দ্বিগুন দামে। এমন একটি সংবাদ প্রকাশ পায় দৈনিক আজকের পরিবর্তন পত্রিকায়। সংবাদ প্রকাশের পর পরই নগরীতে তৈরি পোষাকের অতিরিক্ত মূল্য রাখায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে নির্বাহী হাকিম হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার উর্মি ভৌমিক জরিমানা আদায়ের নির্দেশ দেন। আদালত সুত্রে জানা গেছে, নগরীর গীর্জা মহল্লা এলাকার বিভিন্ন তৈরি পোষাক বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান অধিক মূল্যে পোষাক বিক্রয় করে। এছাড়াও আমদানী করা পোষাকের বৈধ কোনো কাগজপত্র নেই। অভিযানের শুরুতেই ‘স্মার্ট ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানে অভিযানকালে আদালত বিভিন্ন ধরনের অসংগতি খুঁজে পান। সেখানে আমদানি করা কাপড়ের বৈধ কাগজপত্র না থাকা এবং পাইকারী বাজার থেকে ১৫০০ টাকায় কেনা পণ্য তিন হাজার টাকায় বিক্রি করার বিষয়টি আদালতের নজরে এলে দোকানটির ব্যবস্থাপক মিজানুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় আরও কয়েকটি দোকানে পোশাকের ক্রয়মূল্যর চেয়ে অধিক মূল্য পোশাক বিক্রি করাসহ বিভিন্ন কারনে বৈশাখী’র ব্যবস্থাপক নুরুজ্জামানকে দশ হাজার, পিটার ইংল্যান্ড’র ব্যবস্থাপক আবদুল কাদেরকে দশ হাজার টাকা এবং ‘ নেক্সট ্প্লাস’ এর ব্যবস্থাপক রতন চৌধুরীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে র্যাব ৮ এর সদস্যরা উপস্থিত ছিলেন।