সিটি মেয়রের উদ্যোগে সদর রোডে স্থায়ী ডিভাইডার সিটি মেয়রের উদ্যোগে সদর রোডে স্থায়ী ডিভাইডার - ajkerparibartan.com
সিটি মেয়রের উদ্যোগে সদর রোডে স্থায়ী ডিভাইডার

3:14 pm , June 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে প্রথমবারের মতো সড়কে স্থাপিত হলো ডিভাইডার। সড়কে যান চলাচলে শৃঙ্খলা তৈরীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রানকেন্দ্র সদর রোডে এ ডিভাইডার স্থাপন করা হয়েছে। পূর্বে নগরীর কয়েকটি সড়কের মধ্যবর্তী স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য ডিভাইডার তৈরী করা হয়। সেখানে বৃক্ষরোপন করা হলেও এবারই প্রথম  সরাসরি ডিভাইডার স্থাপন করেছে বরিশালি সিটি কর্পোরেশন ।
সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রানকেন্দ্র সদর রোড সড়ক সংকুচিত না করে লোহার তৈরী সরু ডিভাইডার স্থাপন করা হয়েছে। বর্তমানে সদর রোডের অন্যান্য অংশে ডিভাইডার স্থাপনের কাজ চলছে।  বিবির পুকুর পাড় এলাকায় ডিভাইডার স্থাপনের পর থেকেই ঐ এলাকায় সড়কে বিশৃঙ্খলা কমে গেছে । ওভারটেকিং বন্ধ হওয়ায় এখন এক বা দুই লাইনে সারিবদ্ধ ভাবে যান চলাচল করছে এবং যানজট তৈরী হচ্ছেনা। সড়কে চলাচলকারীরা জানান, স্বল্প পরিমান এলাকায় ডিভাইডার স্থাপন করা হলেও এরই মধ্যে এর সুফল পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে চালকরা  হঠাৎ করেই গাড়ি ঘুরিয়ে দেয়া, যত্রতত্র পাকিং এবং ওভারটেকিং করতে গিয়ে যানযট তৈরী করতো। এখন আর সদর রোডে নিয়ম বহির্ভূতভাবে যানচলাচলের সুযোগ নেই। নগরীর সকল সড়কে এ ধরনের ডিভাইডার স্থাপন করার দাবী তাদের। এদিকে, নগরীর একে স্কুল মাঠে যানবাহন পার্কিং এর ব্যবস্থা করায়, পূর্বের তুলনায় নগরীর গীর্জা মহল্লা এরাকায় যানজট কমে গিয়েছে। ফলে ঈদের কেনাকাটা করতে আসা ব্যক্তিদের কোন দূর্ভোগ পোহাতে হচ্ছে না। সিটি কর্পোরেশন সূত্র জানায়, মহানগরীর ৩০ টি ওয়ার্ডে প্রায় ৫৪০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এরমধ্যে নগরীর সদর রোড,ফজলুল হক এভিনিউ,গৃর্জা মহল্লা, আলেকান্দা সড়ক, হাসপাতাল রোড, পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকায় যানবাহন চলাচল সবচেয়ে বেশী। নগরীতে প্রতি মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যরা অবস্থান করলেও কয়েক হাজার যানবাহনকে নিয়ন্ত্রন করা তাদের পক্ষে কষ্টসাধ্য বিষয় হয়ে উঠতো। গত ১৫ বছরে সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন হলেও বিগত সময়ে সদর রোডে যান চলাচল নিয়ন্ত্রনের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তবে দায়িত্ব গ্রহনের পর  সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে নগরবাসীর সুবিধার্থে সদর রোডে ডিভাইডার স্থাপন করা  হচ্ছে। এর অংশ হিসেবে বর্তমানে মূল মূল সড়কের যে সকল স্থানে ডিভাইডার প্রয়োজন রয়েছে সেখানে স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে  নগরীর সকল স্থানে ডিভাইডার স্থাপন করা হবে। এছাড়াও নগরীতে পেভার মেশিনের মাধ্যমে ডেঞ্চ কার্পেটিং সড়ক, থ্রিডি জেব্রা ক্রসিং ও রোড সাইন দৃশ্যমান করা, ফুটপাত হকার মুক্ত রাখা, অবৈধ পার্কিং এবং স্থাপনা উচ্ছেদ করাসহ সকল সড়কের নামফলক দৃশ্যমান স্থানে সংযোজন করার উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT