3:00 pm , May 31, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নেই ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটের কোন উম্মাদনা। পবিত্র রমজান মাস প্রচন্ড গরম এবং ঈদ নিয়ে ব্যস্ততার কারণে নগরীর ক্রিকেট প্রেমীদের মাঝে বিশ্বকাপ নিয়ে খুব বেশি একটা মাতামাতি পরিলক্ষিত হয়নি। গত বুধবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃহস্পতি ও শুক্রবাবারের খেলা হলেও নগরীতে ক্রিকেট প্রেমীদের মাঝে তেমন কোন উত্তেজনা দেখা যায়নি। কোথাও শোভা পায় না এখন পর্যন্ত প্রিয় দলের পতাকা কিংবা জার্সি পরিহিত অবস্থায় ঘোরাঘুরি, কোন ধরনের ফ্লাশ মব। এমনকি প্রিয় টাইগারদের জার্সি কোন ধরনের রং তুলির আঁচড়ে কথা পরিলক্ষিত হচ্ছে না। সংশিষ্টরা মনে করছেন, রোজা রেখে ক্লান্ত হয়ে যাওয়া পাশাপাশি প্রচন্ড গরম এবং ঈদের ব্যস্ততার কারণে সকলেই শুধু খেলা উপভোগ করছেন ঘরের বাইরে ঘর এবং টিভি পর্দার বাইরে আপাতত কোনো ধরনের কর্মসূচি নেই। তবে আগামী ২ জুন বাংলাদেশ দলের প্রথম খেলার পর এবং ঈদ শেষ হওয়ার পর বিশ্বকাপ নিয়ে নগরীতে উম্মাদনা বৃদ্ধি পেতে পারে।