আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

3:21 pm , May 30, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মাদক সেবনকারীেেদর বিরুদ্ধে। গুরতর আহত অবস্থায় ২ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে মাদক সেবনকারী শুভ হাওলাদার তার বন্ধু একই এলাকার নাছির হাওলাদারের ছেলে নাহিদ হাওলাদার, মীরাজুল হাওলাদারের ছেলে শাওন হাওলাদার ও রমিজ হাওলাদারের ছেলে সাব্বির হাওলাদার তারা সবাই সন্ধ্যার পরে শুভর ঘরে গিয়ে ইয়াবা সেবন করতে ছিল। এসময় আনোয়ার হোসেন ইয়াবা সেবনের ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে মুক্তিযোদ্ধা আঃ রব হাওলাদার, আয়নাল ঘরামী, সাইদুল হাওলাদার ও দেলোয়ার হাওলাদার শুভর ঘরে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে মাদক সেবনকারীরা জানতে পারে আনোয়ার হোসেন এলাকার লোকজনকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শুভ, নাহিদ, শাওন ও সাব্বিরসহ ২০/২৫ জন মিলে আনোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী মর্জিনা বেগম (২৭) কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহয়তায় তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই আনোয়ার হোসেন বাদী হয়ে উল্লেখিত মাদক সেবনকারীদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT