3:17 pm , May 30, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গনতন্ত্র এনে দিয়ে দেশের মানুষকে মুক্তি দিয়েছিল। আজ দেশে যদি আইনের শাসন ব্যবস্থা থাকত, তাহলে এত দূর্নীতি লুটপাটের রাজত্ব কায়েম হত না। আ’লীগ এদেশে একটি অনির্বাচিত সরকার বলেই রাস্ট্রযন্ত্র অকেজো হয়ে পড়ার কারনে গনতন্ত্র হারিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আজ সরকারের ভিতরে থেকে ব্যাংক লুটপাট করছে। সরকার তাদের ঋনসুদ মওকুফ করে দিচ্ছে। অন্যদিকে কৃষকরা আজ ধানের ন্যায্য মূল্যে পাওয়া থেকে বঞ্চিত হয়ে পড়ার কারনেই তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, মহানগর সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর জামায়াতের আমির এ্যাড. মোয়ায্যেম হোসেন হেলাল, যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন, মহানগর যুবদল সভাপতি মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, মহানগর স্বোচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদল সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ।
এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিসিসি সাবেক মেয়র কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক আহসান হাবীব কামাল,মহানগর সাবেক নেতা এ্যাড. মহসিন মন্টু, জেলা শ্রমিকদল সভাপতি বসির আহমেদ, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা এমজি ফারুক, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবসহ নগরীর সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার পূর্ব বক্তৃতায় এ্যাড. সরোয়র আরো বলেন, বিএনপি চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জোর করে অবৈধ সরকার আটক রেখে গনতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে। তাই শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে দেশনেত্রী মুক্তির আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজ পথে এগিয়ে আসার আহবান জানান তিনি। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা সহ দেশবাশীর জন্য দোয়া করা হয়।