3:16 pm , May 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ হলিডে ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর সদর রোডের ল্যাব এইড সংলগ্ন এয়ার কমপ্লেক্সের ২য় তলায় এর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে হলিডে ট্যুরস এন্ড ট্রাভেলস এর উদ্বোধন করেন উপ-পরিচালক মো. কামরুজ্জামান বাসার। পরে রয়েল রেস্তোরায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পার গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক বিল্পব, জমজম ইনিষ্টিটিউটের এমডি সাজ্জাদুল হক, ফাতেমা ইলেকট্রনিক্সএর মালিক আব্দুল হালিম ভ’ইয়া, বরিশাল এয়ারপোর্টের ব্যবস্থাপক রথিন্দ্রনাথ চৌধুরি প্রমূখ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন আত তাওহিদ জামে মসজিদের খতিব মাওলানা এনায়েত হোসেন।