2:51 pm , May 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরীর অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এছাড়া অপর একটি অভিযানে হাই কোর্ট থেকে নিষিদ্ধ করা ৮৪ কেজি এসিআই লবন ও ২১ প্যাকেট সান চিপস ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বিকালে নগরীর সদর রোড ও কাউনিয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালন সুমী রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করেন।
এর মধ্যে জেলা প্রশাসনের মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসার হিসেবে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল। এছাড়া বিএসটিআই’র দু’জন প্রতিনিধি ও কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সদর রোডস্থ আগরপুর রোডের মুদী দোকান আমীর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা, পাশর্^বর্তী দীপ্ত ডিপার্টমেন্টাল স্টোর্সকে ৩ হাজার টাকা ও সদর রোডের সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, নগরীর কাউনিয়া এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান করেন তারা। এসময় হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা এসিআই লবন ও সান চিপস জব্দ পরবর্তী ধ্বংস করা হয়।