বরিশাল বোর্ডে এসএসসি পুন:নিরীক্ষণে ফলাফল ১ জুন বরিশাল বোর্ডে এসএসসি পুন:নিরীক্ষণে ফলাফল ১ জুন - ajkerparibartan.com
বরিশাল বোর্ডে এসএসসি পুন:নিরীক্ষণে ফলাফল ১ জুন

2:49 pm , May 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পরীক্ষা পত্র পুন:নিরীক্ষনে ১৫ হাজারেরও অধিক আবেদন পড়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। ২০১৯ সালে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফলের পর সকল বিষয়ের মধ্যে গনিত সাবজেক্টে পুন:নিরীক্ষণের আবেদন সব থেকে বেশী পড়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করে বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, পহেলা জুন এই পুন:নিরীক্ষণের ফলাফল ঘোষনা করা হবে। উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী। ৬ মে দুপুরে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT