2:58 pm , May 28, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ জাতীয় নির্বাচনের আগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের ৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। এছাড়াও জেলা জামায়াতের আমীর ও মহিলা মডেল মাদ্রাসার পরিচালক আবুল হাসানাত মো. নুরুল্লাহ মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার আদালতে উপস্থাপনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানার জিআরও এর কাছে চার্জশীট জমা দেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান এ অভিযোগপত্র জমা দেন। চার্জশীটে অভিযুক্ত আসামিরা হলো, ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মসজিদ মিশন এনজিও’র সেক্রেটারি খলিলুর রহমান তরফদার, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ফজলুল করীম, ঝালকাঠী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, পটুয়াখালী জেলার সাবেক আমীর ফকরুদ্দিন খান, পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার সাবেক আমীর মাওলানা আব্দুল গনি, বরিশালের গৌরনদী উপজেলার সাবেক আমীর মাওলানা কামরুল ইসলাম খান, ঝালকাঠী পৌর আমির মাওলানা আব্দুল হাই এবং জামায়াত কর্মী কেরামত আলী ও মাহবুব আলম প্রমুখ। চার্জশীটে আসামিদের বিরুদ্ধে সরকারি ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই, যানবাহন, যন্ত্রপাতি, কলকব্জা, শিল্প প্রতিষ্ঠান, রাজপথ, সেতু, কালভার্ট ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগ আনা হয়েছে। আদালত সুত্র জানায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর নগরীর নবগ্রাম রোডের বরিশাল মডেল মহিলা মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করে। পরদিন নামধারী ১৪ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।