2:57 pm , May 28, 2019
পরিবর্তন ডেস্ক ॥ ভোলায় রোজা রেখে চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মনিবার বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের মাতব্বর বাড়ির মৃত আবির আলী ছেলে। স্থানীয়রা জানান, নিহত নিজাম উদ্দিনের কয়েকদিন ধরে চোখের সমস্যা দেখা দেয়। মঙ্গলবার তিনি রোজা রেখে ভোলায় চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। মনিবার বাজার এলাকায় এসে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মাহিন্দ্র তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার স্বীকার করে বলেন, ঘাতক মাহিন্দ্র ড্রাইভারকে আটকের চেষ্টা করছি। এ বিষয়ে নিহতের পরিবার এখনো কোনো মামলা করেনি।