ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুজ্জামান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল-এর ভাইস চান্সেলর নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুজ্জামান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল-এর ভাইস চান্সেলর নিযুক্ত - ajkerparibartan.com
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিসুজ্জামান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল-এর ভাইস চান্সেলর নিযুক্ত

2:52 pm , May 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল-এর চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানকে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটিপ্রজ্ঞাপন জারি করা হয়েছে। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি), বরিশাল বাংলাদেশের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বিভাগীয় শহর বরিশালে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশাল শহরে অবস্থিত প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আনিসুজ্জামানকে ৪(চার) বছরের জন্য গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, বরিশাল এর ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. আনিসুজ্জামান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সুপারনিউমারারি প্রফেসর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে দর্শনে অনার্স এবং ১৯৭৩ সালে মাস্টার্স করেন। ১৯৮১ সালে এম.ফিল করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে দার্শনিক নৃতত্ত্বের উপর ১৯৮৮ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৪ সালে তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যুক্তরাষ্ট্রের অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরেট পর্যায়ে গবেষণা করেন। তিনি ১৯৯৭-৯৮ সেশনে পুনরায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে তুলনামূলক ধর্ম ও দার্শনিক নৃতত্ত্বের উপর ডক্টরেট-পরবর্তী গবেষণা সম্পন্ন করেন। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের বিভিন্ন শাখা, তুলনামূলক ধর্মতত্ত্ব, বাংলাদেশের সমাজ, সামাজিক অবস্থা, তরুণ প্রজন্ম, ফকির লালন সাঁই এর জীবন দর্শনসহ সামাজিক ও মানবিক বিদ্যার বিভিন্ন শাখায় তিনি অনেক কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক, স্যার এ. এফ. রহমান হলের প্রভোস্টসহ অনেক একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি বেশ কয়েকটি গ্রন্থের অনুবাদক, সম্পাদক ও অসংখ্য গবেষণামূলক প্রবন্ধের লেখক এবং বেশ কয়েকটি গবেষণা পত্রের সম্পাদক।
তিনি ভারতের সর্বোচ্চ ধর্মীয় উপাধি ‘নিম্বার্ক রতœ’ লাভ করেছেন। তিনি দর্শন সাগর, দর্শন আচার্য, ধর্মমর্মজ্ঞানী, ব্রহ্মাবিদ্যাবিশারদসহ দেশ ও বিদেশ থেকে অনেক উপাধিতে ভূষিত হয়েছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি অনেক দিন ধরে ঝড়ঁঃয অংরধহ ঋৎধঃবৎহরঃু বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট।
তিনি সেমিনার সিম্পোজিয়াম উপলক্ষে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের অনেক দেশ ভ্রমণ করেছেন। তিনি বিশ্বের অনেক শিক্ষামূলক ও মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত। গোপালগঞ্জের এ কৃতি সন্তান ব্যক্তি জীবনে বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT