প্রথমবার ঈদ বোনাস পেয়েছেন বিসিসির কর্মকর্তা কর্মচারীরা প্রথমবার ঈদ বোনাস পেয়েছেন বিসিসির কর্মকর্তা কর্মচারীরা - ajkerparibartan.com
প্রথমবার ঈদ বোনাস পেয়েছেন বিসিসির কর্মকর্তা কর্মচারীরা

2:51 pm , May 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের বেতন বোনাস পরিশোধ করায় হাসি ফুটেছে তাদের পরিবারের অন্তত ১০ হাজার সদস্যদের মাঝে। বিশেষ করে দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন পর ভালোভাবে ঈদ ঈদযাপন করতে পারবেন তাই এ পরিবারগুলোতে এখন অনিশ্চয়তা পরিবর্তে বইছে আনন্দ। এর কারন হিসেবে তারা জানান, ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনে এবারই প্রথমবারের মতো প্রায় দেড় কোটি টাকা ঈদ বোনাস পেয়েছেন প্রায় দুই হাজার জন স্থায়ী ও দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা ও কার্মচারীরা।
বিসিসি’র মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর উদ্যোগে সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখায় নিয়োজিত ৪৭৫ জন স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতনের সাথে ঈদ বোনাস দেয়া হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা এবং দৈনিক মজুরি ভিত্তিক ১৫শ’ জন পরিচ্ছন্নতা কর্মকর্তা ও কার্মচারীদের দেয়া হয়েছে প্রায় অর্ধ কোটি টাকা ঈদ বোনাস। গত দুইদিনে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ টাকা বিতরণ করা হয়েছে।
বেতন বোনাস প্রাপ্ত কর্মচারীরা জানান,এর আগে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা ও কার্মচারীরা মাসে ছয় থেকে সাত হাজার পাঁচশ’ টাকা আর বোনাস হিসেবে কেউ কেউ এক হাজার টাকা পেতো। বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দায়িত্ব গ্রহনের পর এবারই প্রথম ঈদ উদযাপিত হতে যাচ্ছে। মেয়রের আন্তরিক প্রচেষ্টা ও স্বদিচ্ছার কারনেই আমরা এবারই প্রথম বেতন বোনাস পেলাম। এছাড়াও কর্মচারীদের কাজের গতি ফিরিয়ে আনতে কর্মচারীদের বেতন বৃদ্ধি করে নয় হাজার টাকা করেছেন। তারই ধারাবাহিকতায় ঈদ-উল-ফিতরে মূল বেতনের সাথে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকর্তা ও কার্মচারীদের ঈদ বোনাসের এক হাজার টাকার পরিবর্তে চার হাজার পাঁচশ’ টাকা করে বোনাস পেয়েছেন।
এরআগে অন্যান্য মেয়রদের সময় , প্রতিবারেই ঈদের পূর্বে তাদের চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া থাকতো। প্রতিবারেই ঈদের পূর্বে এবং বিভিন্ন সময়ে মাসের বেতন পেতেই তাদের আন্দোলন করতে হতো। আর বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর আমরা প্রতি মাসের বেতন প্রতি মাসেই পাচ্ছি। ঈদের প্রায় ৯ দিন পূর্বেই বেতন ও বোনাস একসাথে পাওয়ায় আমরা ভালভাবে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT