2:51 pm , May 27, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ‘বিজ্ঞান হোক সকল অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে হাতিয়ার’ এই প্রতিপাদ্য নিয়ে নগরীর দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটি। গতকাল সোমবার বেলা ১২টায় অশ্বিনী কুমার হল মঞ্চে এদেরকে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সরকারী বিএম কলেজের সাবেক অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সন্তু মিত্র ও শিক্ষার্থীদের অভিভাবক মোখচিয়া হক প্রমূখ। এসময় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এর পূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।