3:20 pm , May 26, 2019
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন ॥ চরফ্যাসনে কৃষক থেকে সরাসরি সরকারি ন্যায্য মুল্যে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার হালিমাবাদ গ্রামে তিন কৃষক-আকতার হোসেন, সিরাজুল ইসলাম ও শাহাবুদ্দিন আহমেদ’র কাছ থেকে ৮৮ মন ধান ক্রয়ের মধ্যদিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন , উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, খাদ্য গুদাম কর্মকর্তা শৈলেন চন্দ্রদেসহ জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী-এবছর চরফ্যাসনে ২৭ হাজার ৯৫৪ হেক্টর জমিতে বোরধান চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ২৯ হাজার ২শ’ ৫০ মে. টন।গত মৌসুমের তুলনায় কম। গত বছর এখানে ২৯ হাজার হেক্টর জমিতে বোর চাষ হয়েছিল। গত মৌসুমে ধানের প্রত্যাশিত মূল্য পাওয়ায় অধিক উৎসাহ নিয়ে কৃষকরা বোরধান চাষ করেছে। উপজেলা কৃষি অফিস এবং স্থানীয় কৃষকদের মতে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে। গুদাম কর্মকর্তা শৈলেন চন্দ্র দে জানান-সরকার উপজেলার দু’টি খাদ্যগুদামের মাধ্যমে ১হাজার ৮৬ টন বোরধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। দাম ধার্যকরা হয়েছে প্রতি মণ ১হাজার ৪০ টাকা। শর্ত হচ্ছে- ধান হতে হবে শুকনো এবং চিটামুক্ত। এই মৌসুমে কৃষক থেকে ১ হাজার ৮৬ টন ধান সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে কৃষক থেকে সরাসরি ক্রয় করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন জানান, এবার গত বছরের তুলনায় চরফ্যাসনে বোর চাষ কম হয়েছে। সরকার কৃষি সমগ্রীর ভুর্তুকি দিয়ে কৃষককে সহয়ায়তাও করছে। জমির একসনা লগ্নীমূল্য এবং স্থানীয় বাজারে কৃষিশ্রমিকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ফলে উৎপাদন খরচ বেশি হয়েছে। ফলে বাম্পার ফলন সত্ব্যেও এ বছর লোকসানের মুখে পরেছেন বোর চাষীরা। চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার মো, রুহুল আমিন জানান, কৃষকের কাছ থেকে সরকারী ভাবে ১ হাজার ৮৬ টন ধান কেনার সিদ্ধান্ত মতে রোববার থেকে এই ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে।