ভোলা -২ আসন হবে দূর্নীতি মুক্ত – এমপি মুকুল ভোলা -২ আসন হবে দূর্নীতি মুক্ত - এমপি মুকুল - ajkerparibartan.com
ভোলা -২ আসন হবে দূর্নীতি মুক্ত – এমপি মুকুল

3:20 pm , May 26, 2019

বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলা -২ আসন হবে বাল্য বিবাহ, মাদক ও দূর্নীতি মুক্ত, কিছু দিন আগে আমার নির্বাচনি এলাকায় আমি মাদক মুক্ত র‌্যালি করেছি। মাদক সেবী যেইহোক কোন ছার নয়। তাই আমি আমার নির্বাচনী এলাকা মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। আমি আপনাদের মুকুল, মুকুল হয়েই বেচে থাকতে চাই। ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে শনিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন থানায় ওপেন হাউজ ডে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ওসি ম. এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ভোলা- ২ আসনের এমপি আলী আজম মুকুল এসব কথা বলেন। বিশেষ অতিথি ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন পিপিএম বক্তব্য রাখেন। এসময় অনুষ্ঠানে উপজেলার ৩ জন মাদক সেবীও ব্যবসায়ী আত্মসমর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, সাবেক উপজেলা সফল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়াসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT