3:21 pm , May 25, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র হজ্জে গমনেচ্ছুক বরিশাল জেলা পর্যায়ের ৪২৩ জন হজ্জযাত্রীর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর কাশিপুর এলাকায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আলম হোসেন, ফিল্ড অফিসার রেজা মহসিনসহ হজ্জে গমনেচ্ছু হজ্জযাত্রীরা। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, হজ্জে গমনেচ্ছুক সরকারি ও বেসরকারি পর্যায়ের ৪২৩ নারী ও পুরুষকে বরিশাল ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় থেকে প্রশিক্ষণ দেয়া হবে। যার মধ্যে শনিবার থেকে প্রথম ব্যাচে ২২৩ জন হজ্জ যাত্রীর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।