3:20 pm , May 25, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ পরিবারের লোকেদের অনুপস্থিতির মাত্র ১০ মিনিটের ব্যবধানে একটি ঘরের দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় দুর্বৃত্তরা ওই ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ প্রায় লাখ টাকার মালামাল চুরি করেছে। শুক্রবার ইফতারের সময়ে নগরীর বগুরো রোডে এই ঘটনা ঘটে। জানাগেছে, চক বাজারের নাহার সুজ’র মালিক হানান্নান এর বোন পাশের বাসায় ইফতার করতে যান। ঠিক সেই মুহুর্তে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ঘরে বালিশের নিচে থাকা ২০ হাজার টাকা, একটি এলইডি টিভি ও স্বর্ণালংকার সহ লাখ টাকার মালামাল চুরি করে। ইফতারের ১০ মিনিটের মাথায় ঘরে চুরির বিষয়টি বুঝতে পারেন পরিবারের লোকেরা। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।