3:19 pm , May 25, 2019
নিজস্ব ও আগৈলঝাড়া প্রতিবেদক ॥ নারী যাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে বরিশাল-ঢাকা রুটের গোল্ডেন লাইন পরিবহনের বাস চালক আল আমিনকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। গতকাল শনিবার বরিশালের জুসিডিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়া থেকে তাকে আটক করে সংশ্লিষ্ট পুলিশ। চালক আল আমিন ফরিদপুরের রগুনন্দনপুরের হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, ভিকটিমের বাড়ি ব্রাক্ষ্মনবাড়িয়ার বানচারামপুরের তলিমাবাদ এলাকায়। গত ১৫ মে তিনি আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসে। বেড়ানো শেষে গত ১৮ মে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশ্যে তাকে আগৈলঝাড়া থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তুলে দেয়া হয়। ১৯ মে ভোর রাত পৌনে ৪টার বাসটি ঢাকার রায়ের বাজার বাসস্ট্যান্ডে পৌছায়। সেখানে সকল যাত্রীরা নামলেও নিরাপত্তার জন্য ওই নারী যাত্রী বাসে অবস্থান করে। বাসের সকল যাত্রী নেমে গেলে সুপার ভাইজার ও হেলপার সেহেরী খাওয়ার জন্য চলে যায়। তখন চালক আল-আমিন (৩৫) গাড়ীর দরজা-জানালা বন্ধ করে গ্লাসের পর্দা টেনে ি যাত্রীর পাশের সিটে গিয়ে বসে ওই যাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। এ সময় আপত্তিকর কথাবার্তার এক পর্যায়ে তার গায়ে হাত দেয়ারও চেষ্টা করেন। এ সময় ওই মহিলা যাত্রী চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে নিজেকে রক্ষা করেন। পরে এ ঘটনা আগৈলঝাড়ার পয়সা গ্রামের বান্ধবীর ও তার ভাইসহ স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। ওসি বলেন, তাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ ভিক্টিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগের বিষয়টি নিশ্চিত হয়।
ওসি জানান, গোল্ডেন লাইন পরিবহনের বাসের ওই চালক রাত সাড়ে ১১টার দিকে আগৈলঝাড়ায় পয়সারহাট বাসস্ট্যান্ডে পৌছায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় শনিবার সকালে ভিক্টিমের বান্ধবীর ভাই আহসান হাবিব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একাটি মামলা দায়ের করেন।