বিসিসি’র থ্রি-ডি জেব্রা ক্রসিং কার্যক্রম উদ্বোধন বিসিসি’র থ্রি-ডি জেব্রা ক্রসিং কার্যক্রম উদ্বোধন - ajkerparibartan.com
বিসিসি’র থ্রি-ডি জেব্রা ক্রসিং কার্যক্রম উদ্বোধন

3:19 pm , May 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে বাংলাদেশে এই প্রথম নগরীর রাস্তায় বিশ্বের আধুনিক প্রযুক্তির জেব্রা ক্রসিং দেয়া হয়েছে। চারুকলা শিল্পীদের সহযোগিতায় রাত ৮টায় জিলা স্কুল মোড় থেকে আধুনিক মেশিনের দ্বারা রাস্তায় ক্রসিং দিয়ে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় মেয়র বলেন, নগরীর রাস্তায় এই জেব্রা ক্রসিং দেয়ায় দূর থেকে যান চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রি-ডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এর কারণে চালকেরা ওই স্থানে তাদের যানের গতি কমিয়ে দিবেন। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও পথচারীরা সহজেই চলাচল করতে পারবেন এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT