গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের চার জনের দাফন সম্পন্ন গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের চার জনের দাফন সম্পন্ন - ajkerparibartan.com
গাজীপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া একই পরিবারের চার জনের দাফন সম্পন্ন

3:09 pm , May 23, 2019

বাউফল প্রতিবেদক ॥ গাজীপুরের ইসলামপুর শরীফ মার্কেটের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের আগুনে পুড়ে মারা যাওয়া একই পরিবারের মৃত চার জনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবারের গ্রামের বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামে দাফন করা হয়। এর আগে দুপুরে তাদের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছুলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সূর্যমনি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু জানান, জীবিকা নির্বাহের তাগিদে শাহ আলম ওরফে মামুন মৃধা (৩৫) ঢাকার গাজীপুরের রেনেসা অ্যাপারেলস নামক একটি পোষাক তৈরীর কারখানায় কোয়ালিটি ইন্সেপেক্টর হিসেবে এবং তার স্ত্রী মুনিরা বেগম ওরফে মুন্নী (৩০) স্ইুং অপারেটর হিসেবে কাজ করতেন। ভাড়া থাকতেন তারা ইসলামপুরের ইকবাল মাহামুদ নামের একজনের বাড়িতে। বায়োজিদ (১০) ও ফাতেমা (৬) নামের দুটি সন্তান রয়েছে তাদের। বাউফলের জনতা বাজার এলাকায় নানা বাড়ি থেকে লেখাপড়া করতো বায়েজিদ ও ফাতেমা। গ্রীষ্মের বন্ধে নানির সাথে দুই ভাই বোন বাবা-মায়ের কাছে বেড়াতে গিয়েছিল। ঈদের ছুটিতে বাবা মার সাথে তাদের গ্রামের বাড়ি আসার কথা ছিল। কিন্তু তার আগেই তারা লাশ হয়ে ফিরে এল। বুধবার রাত ১১ টার সময় মুন্নী তরকারি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে সারা ঘরে আগুন ধরে যায়। কোন মতে মুন্নি ও শাহ আলম ঘর থেকে বেড়িয়ে আসলেও পুনরায় তারা ঘরে গিয়ে ছেলে বায়োজিদ ও মেয়ে ফাতেমাকে বের করে আনার চেষ্টাকালে বিদ্যুতের তারে জড়িয়ে পরে এবং আগুনে পুড়ে সন্তানসহ তারা মারা যান। বৃহষ্পতিবার দুপুর আড়াইটার সময় তাদের লাশ গ্রামের বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের কালিকাপুরে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। বৃহষ্পতিবার আছরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT