3:09 pm , May 23, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ ডাকবাংলো সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপেিত্ব ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিযাবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হাসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, শফিকুল হোসেন টিটু, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মিয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ও সূধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যান কামনায় দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক ও থানা জামে মসজিদের পেশ ইমাম আলাউদ্দিন।