3:08 pm , May 23, 2019
স্বরুপকাঠি প্রতিবেদক ॥ স্বরুপকাঠি উপজেলার কৃষকদের কাছ থেকে সরকারী নির্ধারীত মূল্যে বোরো ধান ক্রয় করা শুরু হয়েছে গতকাল। উপজেলার ইন্দুরহাট খাদ্য খুদামের সামনে কৃষকের কাছ থেকে সরাসরি এ ধান ক্রয় উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ মামুন বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিফাদ শিকদার ও উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ। মিজানুর রহমান জানান সমগ্র উপজেলা থেকে আগষ্ট ৩১ পর্যন্ত ১০৮ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যে প্রথম দিন ২৮শত কেজি বোরো ধান সরাকরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তিনি আরো বলেন একজন কৃষক সর্বনি¤œ ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ হাজার কেজি ধান সরকারের কাছে ২৬ টাকা কেজি দরে বিক্রি করতে পারবে। আমাদের লক্ষ্য পুরন হয়ে গেলে আমরা নির্দিস্ট সময়ের আগেই ধান ক্রয় বন্ধ করে দেবো। আবার সরকার চাইলে যে কোন সময় এটি বন্ধ করে দিতে পারে বলেও তিনি জানান।