সাংবাদিক ইউনিয়ন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক ইউনিয়ন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত - ajkerparibartan.com
সাংবাদিক ইউনিয়ন বরিশালের ইফতার মাহফিল অনুষ্ঠিত

3:06 pm , May 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন বরিশাল (জেইউবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে এই ইফতার মাহফিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
প্রধান অতিথি’র বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, এই সংগঠনটিতে যারা সদস্য হিসেবে রয়েছে তাদের দেখে মনে হচ্ছে এটি সত্যিকারের পেশাদার সাংবাদিকদের সংগঠন। আমরা চেয়ার জুড়ে বসে থাকা সাংবাদিকদের চাই না। আমরা চাই পেশাদার সাংবাদিক। তেমনই পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন সাংবাদিক ইউনিয়ন বরিশাল এগিয়ে যাবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস দেন জেলা প্রশাসক।
জেইউবি’র সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএ টিভি’র ব্যুরো প্রধান ও দৈনিক কীর্তণখোলা’র ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটু, টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রাহাত খান, সময় টেলিভিশন এর বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোর এর বরিশাল ব্যুরো প্রাচুর্য রানা, মাছ রাংগা টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিইউজে’র সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT