উপজেলা সদরে যেতে ঘুরতে হয় ২৫ কিলোমিটার সড়ক উপজেলা সদরে যেতে ঘুরতে হয় ২৫ কিলোমিটার সড়ক - ajkerparibartan.com
উপজেলা সদরে যেতে ঘুরতে হয় ২৫ কিলোমিটার সড়ক

3:18 pm , May 21, 2019

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদগঞ্জ মাদ্রাসা সংলগ্ন খেয়াঘাটে সুগন্ধ্যা নদীর ওপর স্ধাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৮ বছরেও সেতু নির্মাণ করা হয়নি। অথচ এলাকাবাসী র্দীঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে। সেতু না হওয়ায় এই ঘাট দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। বাবুগঞ্জ-কেদারপুর সড়কে ফরিদগঞ্জ মাদ্রাসা খেয়াঘাট নামক স্থানে সুগন্ধ্যা নদীতে শুধু একটি ব্রিজের অভাবে উপজেলার সদরের সঙ্গে কেদারপুর ইউনিয়নের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার সদর থেকে কেদারপুর ইউনিয়নের দুরত্ব ৪ কিলোমিটার মাত্র। একটি ব্রিজের অভাবে ওই ইউনিয়নের ২৫ হাজার মানুষকে ২৫ কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। এলাকাবাসী জানায় এখানে সেতু নির্মাণে ২৫ হাজার জনতার প্রাণের দাবি। এই ঘাটের দক্ষিণপাড়ে উপজেলা সদর আর উত্তর পাড়ে কেদারপুর ইউনিয়ন। সুগন্ধ্যা নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু স্বাধীনত্র দীর্ঘ ৪৫ বছরেও তাদের সে দাবি পূরণ হয়নি। সরেজমিনে দেখা গেছে উপজেলা সদর থেকে বাবুগঞ্জ বন্দর এবং কেদারপুর ষ্টীমারঘাট বাজার থেকে ফরিদগঞ্জ মাদ্রাসা খেয়াঘাট পযর্ন্ত এলজিইডি সড়ক কার্পেটিং করা হয়েছে অনেক আগেই । ফরিদগঞ্জ খেয়াঘাট দিয়ে প্রায়ই রিজার্ভ ট্রলারে লোকজন পারাপাড় হচ্ছে। জেলা পরিষদ প্রতি বছর এ ঘাটের ইজারা দিয়ে আসছে। স্কুল শিক্ষক আবুল কালাম আজাদ জানান কেদারপুর বাসীর দীর্ঘদিনের দাবি ফরিদগঞ্জ মাদ্রাসাঘাটে সেতু নির্মান করা। এটি নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষের যাতায়তের সহজ লভ্যতার জন্য এ নদীর উপর সেতু নির্মাণে প্রয়োজন। জানাগেছে, ২০০৪ সালে চারদলীয় জোট সরকার ফরিদগঞ্জ মাদ্রাসাঘাটে একটি সেতু নির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশলীর প্রধান মাহাবুবুর রহমানকে এনে সরেজমিন পরিদশর্ন করে ছিলেন। বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল বলেন বিএনপি যে সব ব্রিজ নির্মান করতে ব্যর্থ হয়েছে বর্তমান আওয়ামীলীগ সেগুলো করছে। সেতু নির্মাণের জন্য স্থানীয় মন্ত্রনালয়ের সাথে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। এই নদীর উপর ব্রিজ নির্মাণ মানুষের প্রাণের দাবি আমি আশা করি অচিরেই ব্রীজ নির্মানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থান অধিকতর উন্নতি ঘটবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT