3:13 pm , May 21, 2019
শাকিল মাহমুদ বাচ্চু , উজিরপুর ॥ উজিরপুরের ধামুড়ার সেই সন্ধ্যা নদী দখল করে পাকা ভবন নির্মান কারীদের তালিকা করতে মাঠে নেমেছে দুদক। ২১ মে মঙ্গলবার দূনির্তী দমন কমিসনের (দুদক) বরিশাল সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদেস্যর টিম সকাল ১০ টা থেকে টানা ৩ ঘন্টা ধামুরা বন্দরের নদী দখল এলাকা পরিদর্শন করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করেন। দুদক টিম ওই বন্দরের প্রায় ১৫ জন অবৈধ দখলকারীদের নামও ঠিকানা পেয়েছেন বলে দুদক সহকারী পরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেছেন পত্রিকায় নদী দখল করে পাকা ভবনের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে দুদক কেন্দ্রীয় দপ্তর থেকে বিষটির তদন্ত ও অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করার নির্দেশ দিলে দুদক বরিশাল অঞ্চল টিম মাঠে নেমে ধামুরার সন্ধ্যা নদী দখলকারীদের তালিকা করেন। দুদক সহকারী পরিচালক হাফিজুর রহমান এ প্রতিবেদককে বলেছেন তিনি অবৈধ দখলকারীদের তালিকা তৈরী করে উজিরপুরের ভূমি অফিসের তসিলদারদের কাছ থেকে ওই বাজারের বৈধ জমির মালিকদের তালিকা এবং সার্ভেয়ার মোঃ জাকির হোসেনের সাথে যোগাযোগ করে অবৈধ দখল কারীদের তালিকা নিয়েছেন তবে সব পরিক্ষা নিরিক্ষা করে অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও স্থাপনা ভেঙ্গে ফেলার কার্যক্রম শুরু করবে প্রশাসন। বরিশালের ধামুড়া বন্দরে একাধিক প্রভাবশালীরা নদী দখল করে পাকা ভবন নির্মান করার প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয় গত এপ্রিল মাসের শেষের দিকে সাংবাদ প্রকাশের পর দুদকেক এ পদক্ষেপ গ্রাহনকে স্বাগত জানিয়েছেন সাধারন মানুষ। ধামুড়া বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া সন্ধ্যা নদীর সিংহভাগ এলাকাজুড়ে দখলকারীরা দোকান ঘর ও বসতবাড়ী নির্মান করেছেন। উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু বলেছেন সরকার নদী দখল রোধে বেশ তৎপর দুদক তালিকা তৈরী কাজে মাঠে নামায় তিনি স্বাগত জানিয়েছেন।