মুলাদীতে বেপরোয়া অটো প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা মুলাদীতে বেপরোয়া অটো প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা - ajkerparibartan.com
মুলাদীতে বেপরোয়া অটো প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

2:48 pm , May 19, 2019

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে অটো বাইকের বেপারোয়া ড্রাইভিং ও যেখানে সেখানে পার্কিং এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ট্রাফিক পুলিশের আইনকে না মানার অভিযোগও রয়েছে বিস্তর। অটো বাইক ড্রাইভাররা প্রশাসনের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরো ড্রাইভ করার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পরে অনেকেই পঙ্গুত্ব বরন করছে। বন্দরের যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠা নামা করায় জান জটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশ নিশেধ করলেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা ট্রাফিক আইনকে অমান্য করে তাদের ইচ্ছে মত সড়কের মাঝ খানে অটো রেখে যাত্রী উঠানো এবং নামানোর কাজ করে। ট্রাফিক পুলিশ জানান, অটোর কোন কাগজ পত্র না থাকায় তারা কোন মামলা দিতে পারছেনা। মুলাদী থানা পুলিশ একাধিক বার অটো ড্রাইভারদের ডেকে যেখানে সেখানে অটো পার্কিং করার ব্যাপারে নিষেধ করলেও অটো ড্রাইভাররা তাতে কর্নপাত করছেনা। মুলাদী বন্দরের সবচেয়ে ব্যবসায়ী জোন হিসেবে পরিচিত বন্দর রক্ষা বাধের দুই পাশে অটো পার্কিং করে রাখার ফলে মানুষের চলাচলে ব্যপক ভিগ্ন সৃষ্টি হয়। মানুষ চলাচলের ফুটপাতেও অটো পাকিং করে রাখতে দেখা যায়। বেপারোয়া ড্রাইভিং এর কারনে ফুটপাত দিয়ে চলাচল করা লোকজনের অনেক সময়ই হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যায় অটো ড্রাইভাররা। অটো বাইক গুলো বন্দরের বাহীরে রেখে যাত্রী ওঠা নামা করালে এধরনের দুর্ঘটনা থেকে সাধারন মানুষ রক্ষা পাবে বলে ধারনা সচেতন মহলের। মুলাদী থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে অচিরেই বেপরোয়া অটো ড্রাইভারদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করবে এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT