সাংবাদিকদের সম্মানে এবায়েদুল হক চানের ইফতার সাংবাদিকদের সম্মানে এবায়েদুল হক চানের ইফতার - ajkerparibartan.com
সাংবাদিকদের সম্মানে এবায়েদুল হক চানের ইফতার

3:08 pm , May 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সাংবাদিকদের সম্মানে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সদর রোডে এবায়দুল হক চানের মালিকানাধীনরয়েল রেস্তোরায় এ ইফতার মাহফিল হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এবায়দুল হক চান বলেন, দেশের রাজনীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সাংবাদিকরা জনগনের সঙ্গে যোগসূত্র স্থাপন করে। সাধারন জনগন ও রাজনীতিবিদদের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দেশের জনগনের আশা আকাঙ্খা তুলে ধরে। রাজনীতির বাইরেও আমার সঙ্গে সকলের একটি সু সম্পর্ক রয়েছে। এজন্য আমি সকল সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল আয়োজন করেছি। এ সময় তিনি সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এতে সিনিয়র সাংবাদিক ও আইনজীবি এ্যাড.মানবেন্দ্র বটব্যাল ও এ্যাড.এস এম ইকবাল বক্তৃতা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন,সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ,এ্যাড.ইসমাইল হোসেন নেগাবান মন্টু, প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি,সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT