3:07 pm , May 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পুকুরে ঝাপিয়ে পড়ে অটোরিক্সা চোরাই সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে মহানগর ট্রাফিক পুলিশ। গতকাল শনিবার দুপুরের এ ঘটনা ঘটেছে। আটক চোর হলো- শুভ হাসান সিকদার (১৮)। সে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আল মামুনের পুত্র। পুকুরে ঝাপিয়ে পড়ে তাকে আটক করে মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. নিজামউদ্দিন। দৃষ্টান্ত স্থাপনকারী পুলিশের এ সার্জেন্ট এর আগে মহানগর ট্রাফিক পুলিশের মধ্যে ৯ বার সেরা হয়েছে।
সার্জেন্ট নিজামউদ্দিন জানান, বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নলছিটি উপজেলার আওতাধীন শিমুলতলা এলাকা থেকে একটি নতুন বোরাক অটোরিক্সা চুরি করে নগরীতে প্রবেশ করে তিন চোর। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা অতিক্রম করে রূপাতলীর দিকে রওনা হয় চোর চক্র। তখন সার্জেন্ট নিজামদ্দিনের কাছে তাদের গতিবিধি সন্দেহ হয়। তাই অটোরিক্সা থামানোর জন্য সংকেত দেয় সে। কিন্তু চোর চক্র সংকেত উপেক্ষা করে দ্রুত গতিতে অটোরিক্সা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন সার্জেন্ট নিজামদ্দিন মোটর সাইকেল নিয়ে তাদের ধাওয়া করে। চোর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন কাঠালতলা এলাকায় গিয়ে অটোরিক্সা থেকে লাফিয়ে পাশের কচুরিপানা ভর্তি পুকুরে ঝাপ দেয়। সার্জেন্ট নিজামউদ্দিন মোটরসাইকেল রেখে পুকুরে ঝাপিয়ে পড়ে। সার্জেন্ট নিজাম বলেন, চোর শুভ পুকুরে লাফিয়ে পড়ে কচুরীপানার মধ্যে লুকিয়ে পড়ে। তবে অনেক খোঁজাখুজির পরে তাকে কচুরীপানার মধ্যে থেকে আটক করা হয়। তবে তার আগেই চোর চক্রের অপর দুই সদস্য পালিয়ে যায়। আটককৃত শুভকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। মহানগরীর কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, শুভ নামের ওই চোর দাবী করেছে যে আলিম নামের কোন এক ব্যক্তি অটোরিক্সাটি তাকে দিয়েছে। তবে শুভর বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। এই ঘটনায় আরো একটি মামলা হবে। তাছাড়া তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ট্রাফিক পুলিশ বিভাগ সূত্রে জানাগেছে, গত ১৩ মাস পূর্বে বরিশালে ট্রাফিক সার্জেন্ট হিসেবে যোগদান করেন নিজাম হোসেন। এর পর থেকে এ পর্যন্ত তিনি এ ধরনের একাধিক সাহসিকতার নজির দেখিয়েছেন। এজন্য গত ১৩ মাসের মধ্যে ৯ বারই মহানগর ট্রাফিক পুলিশের শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে সম্মাননা পেয়েছেন।