3:06 pm , May 18, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়া নদীর ভাঙ্গন প্রতিরোধে ৭শ’ ৩৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। প্রকল্প অনুমোদন হয়ে গেলেই দ্রুত কাজ শুরু করে স্থানীয়দের সহায়-সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবে। ওই টাকা দিয়ে তেতুলিয়া নদীর ভাঙ্গন রোধে পাকা বেরীবাঁধ নির্মান এবং নদীর চর খনন করা হবে।
শনিবার দুপুরে বাকেরগঞ্জের দুর্গাপাশা লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয়দের এই প্রতিশ্রুতি দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি এবং আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. খালেকুজ্জামান, দক্ষিনাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার এবং বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুসহ অন্যান্যরা। এর পূর্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি তেতুলিয়া নদীর ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থরা দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।