পাথরঘাটায় দুটি মাথাসহ ৫ মন হরিণের মাংস উদ্ধার পাথরঘাটায় দুটি মাথাসহ ৫ মন হরিণের মাংস উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় দুটি মাথাসহ ৫ মন হরিণের মাংস উদ্ধার

3:05 pm , May 18, 2019

পাথরঘাটা প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরের তীরবর্তী বনফুল আবাসন এলাকার ছোট খাল থেকে দুটি মাথা ও দুটি চামড়াসহ প্রায় ৫ম ন হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ একটি ছোট ট্রলার আটক করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে বনবিভাগের চরলাঠিমারা বিটের কর্মকর্তা মো. বদিউজ্জামান খান সোহাগের নেতৃত্বে এ অভিযান করা হয়। জব্দকৃত ট্রলার কোস্টগার্ডের মাঝি মো. ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদারের। বিট কর্মকর্তা জানান, বঙ্গোপসাগর তীরবর্তী চরলাঠিমারা বনফুল আবাসন সংলগ্ন একটি ছোট খালে হরিণের মাংস নিয়ে অবস্থান করছিল। রাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী টের পেয়ে ট্রলারের কাছে যাওয়া মাত্রই ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে বনবিভাগের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মাংস ও ট্রলার জব্দ করে পাথরঘাটা থানা পুলিশ অবহিত করে। পরে দুটি চামড়া, দুটি মাথা থাকলেও প্রায় ৫মন হরিণের মাংসসহ ৩০টি রান পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ৮টি জীবিত হরিণ জবাই করা হয়েছিল। বিট কর্মকর্তা আরো জানান, কোস্টগার্ডের মাঝি মো. ইলিয়াসের বাবা আব্দুর রহমান সিকদার এলাকায় হরিণ পাচারকারী হিসেবে চিহ্নত। ওই ট্রলারটি আব্দুর রহমান সিকদারের বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন। দুই বস্তা হরিণ ধরা ফাঁদসহ ট্রলারটি বনবিভাগের জিম্মায় রয়েছে। ভ্রাম্যমান আদালতের নিদের্শনা পেলে মাংস মাটি চাপা দেয়া হবে। বন্য প্রানী সংরক্ষন আইনে মামলার প্রস্তুতি চলছে। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কর্মান্ডার সাবলেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই সরেজমিনে যাই। মাংসসহ জব্দকৃত ট্রলারটি কোস্টগার্ডের মাঝি ইলিয়াসের বাবার আব্দুর রহমান সিকদারের বলে তিনি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT