3:04 pm , May 17, 2019
মুলাদী প্রতিবেদক ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার সম্ভব হবে না। তিনি গতকাল শুক্রবার বিকাল ৫টায় মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামে তার বাড়িতে এতিম, ইমাম-মুয়াজ্জিন ও সুধীজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন। তিনি আরও বলেন আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে কারাগারে পাঠিয়ে সাধারণ মানুষকে বন্দি করে রেখেছে। বিএনপিকে ধ্বংসের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আওয়ামীলীগের সকল প্রকার ষড়যন্ত্র সাধারণ জনতাকে সাথে নিয়ে রুখে দিতে হবে। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান মোঃ শহীদুল্লাহ, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শুকুর আহমেদ খান, বরিশাল উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শরীয়ত উল্লাহ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ, দপ্তর সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক একে আজাজ কালাম খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাজী কামাল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইউনুছ আলী রবি, কাজী মিজানুর রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আলাল, পৌর ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান টিটু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জীবন, উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শাওন হাওলাদার, সোহানুর রহমান সোহান, মোঃ নেছার উদ্দীন, পৌর জাসাস সাধারণ সম্পাদক ইফতেখার আলম লিটন, বিএনপি নেতা মিজানুর রহমান হাওলাদার, যুবদল নেতা কামাল হোসেন অপু মোল্লা, মনিরুজ্জামান সরদার, নিপু চৌধুরীসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।