3:04 pm , May 17, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ যৌন হয়রানী প্রতিরোধে জেলার প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসা গুলোতে অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘যৌন হয়রানী প্রতিরোধে’ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ওই নির্দেশনা দিয়েছেন। বরিশাল জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তিনি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্য করে বলেন, যৌন হয়রানী প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শাসনের নামে কোনভাবেই ছাত্রীর গায়ে হাত দেয়া যাবে না।
জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেসব অভিযোগ বক্স লাগানো হবে তা খোলার সময় অবশ্যই একাধিক ব্যক্তির উপস্থিত থাকতে হবে। সেই সাথে শিক্ষক ও অভিভাবকদের মাঝে ঘনঘন সভা করা, কোচিং সেন্টার ও নোট বুক বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
এসময় আলোচনা সভায় বরিশালের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসন শিক্ষক, মাদ্রাসা প্রধান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। যৌন হয়রানী প্রতিরোধে তারাও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন আলোচনার মাধ্যমে।