কথা রাখলেন মেয়র সাদিক কথা রাখলেন মেয়র সাদিক - ajkerparibartan.com
কথা রাখলেন মেয়র সাদিক

3:04 pm , May 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিশুদ্ধ পানির সংকট দুর করার কথা রেখেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সুপেয় পানির চাহিদা মেটাতে তিনি তিনটি পাম্প হাউসে সংযোজন করেছেন ৩০ হর্স ক্ষমতা সম্পন্ন উন্নতমানের নতুন পাম্প। এ পাম্পের মাধ্যমে প্রতিদিন ঘন্টায় ৭০ থেকে ৮০ হাজার লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। গতকাল শুক্রবার থেকে এ পাম্পের মাধ্যমে পানি সরবরাহ শুরু হয়। নতুন এ পাম্প সংযুক্তের ফলে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের পরিমান প্রায় সাড়ে ৩ কোটি লিটার বেড়েছে। এর আগে ৩২টি পাম্প ও ১ হাজার ৩২০টি গভির নলকূপের মাধ্যমে ২ কোটি ৯০ লাখ লিটার পানি সরবরাহের সক্ষমতা ছিলো নগর কর্তৃপক্ষের। অথচ নগরীর ৩০টি ওয়ার্ডে বর্তমানে পানির চাহিদা রয়েছে সাড়ে ৫ কোটি লিটার। এদিকে নতুন পাম্প সংযুক্তির পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে বিসিসি’র নিজস্ব ওয়াটার ট্যাংকের মাধ্যমে ভ্রাম্যমানভাবে সরবরাহকৃত পানির পরিমানও। ইতিপূর্বে ১৫ হাজার লিটার পানি সরবরাহ হলেও গতকাল শুক্রবার থেকে ২৫ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে। এছাড়াও জরুরী প্রয়োজনে পানি সংকট নিরসনে ২৫ হর্স ক্ষমতা সম্পন্ন আরো দুটি পাম্প সংরক্ষণে রাখা হয়েছে। এসব কারনে কিছুটা হলেও নগরবাসির পানির চাহিদা পুরন হবে বলে আশাবাদী নগর কর্তৃপক্ষ। বরিশাল সিটি কর্পোরেশন সূত্রে জানাগেছে, ৫৮ বর্গ কিলোমিটারের এ সিটিতে প্রায় সাত লাখ মানুষের বসবাস। বিশাল সংখ্যক এ মানুষের প্রতিদিন সুপেয় পানির চাহিদা পুরনে ৩৬টি পাম্প হাউস ও ১ হাজার ৩২০টি গভির নলকূপ থাকলেও দীর্ঘ দিন ধরে বিকল অবস্থায় রয়েছে ৪টি পাম্প। যার কারনে পানির ঘাটতি পুরন হচ্ছে না। বিশেষ করে চলতি মৌসুমের তীব্র দাবদাহের মধ্যে নগরজুড়ে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। বিশেষ করে নগরীর ঘনবসতি এলাকা পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম কলোনী ও কেডিসি কলোনী, রিফিউজি কলোনী ও বার্ধিত এলাকা সহ ৩০টি ওয়ার্ডের প্রায় প্রতিটি এলাকাতেই পানির হাহাকার দেখা দেয়। এমন পরিস্থিতিতে নগরীর ঘনবসতি এলাকায় নিজস্ব ওয়াটার ট্যাংকের মাধ্যমে পানি সরবরাহ শুরু করে নগর কর্তৃপক্ষ। তবে তাতে পানির চাহিদা পুরন করা সম্ভব হয়নি। যা নিয়ে প্রশ্নের সম্মুখিন হতে হয় সিটি মেয়রকেও। বিসিসি’র পানি শাখার সূত্র জানিয়েছে, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরবাসির পানির চাহিদা পুরনে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। সে অনুযায়ী মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি ৩০ হার্স ক্ষমতা সম্পন্ন পানির পাম্পের ব্যবস্থা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনটি পাম্প হাউসে তা স্থাপন কার্যক্রম সম্পন্ন করেছেন। শুক্রবার থেকে ওই পাম্পের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর বর্ধিত এলাকা ২৬ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস পানির পাম্প, সূরেন্দ্র ভবন পানির পাম্প ও রূপাতলী পানির পাম্পে স্থাপন করা হয়েছে। এ পাম্প তিনটির মাধ্যমে প্রতিদিন ঘন্টায় ৭০ থেকে ৮০ হাজার লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। সে অনুযায়ী সকালে ও সন্ধ্যা দুই ঘন্টায় এক কোটি ৫০ লাখ লিটার পানির চাহিদা পুরন করতে পারবে নগর কর্তৃপক্ষ। তাছাড়া নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ চালু রাখতে ওয়াটার ট্যাংকের মাধ্যমে প্রতিদিন ২৫ হাজার লিটার পানি সরবরাহ করা হবে। আর ২৫ হর্স বিশিষ্ট যে দুটি পাম্প সংরক্ষণে রাখা হয়েছে তা দিয়ে যে কোন সময় কোন পাম্প নষ্ট হলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। আর যে চারটি পাম্প বিকল রয়েছে তাও সচল করে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এর ফলে নগরীতে পানির সমস্যা আর থাকবে না।
বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, পাম্প সংকটের কারনে নগরবাসিকে সাময়িক সময়ের জন্য কষ্ট পেতে হয়েছে। এজন্য আমি আগেই নগরবাসির কাছে দুঃখ প্রকাশ করেছি। পাশাপাশি তাদের আশ্বস্থ করেছিলাম সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য। প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর সুপেয় পানির সমস্যা খুব দ্রুত দুর হবে। চাহিদা অনুযায়ী পানি সরবরাহ দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT