সাংবাদিক এবং পুলিশ সহযোগি, প্রতিযোগী নয় পুলিশ কমিশনার সাংবাদিক এবং পুলিশ সহযোগি, প্রতিযোগী নয় পুলিশ কমিশনার - ajkerparibartan.com
সাংবাদিক এবং পুলিশ সহযোগি, প্রতিযোগী নয় পুলিশ কমিশনার

3:03 pm , May 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান বলেছেন, অপরাধ প্রবনতা কমিয়ে আনা এবং অপরাধীকে প্রতিরোধ করতে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক থাকতে হবে। সাংবাদিকদের সাথে পুলিশের বিরোধ হওয়ার কোন সুযোগ নেই।আমরা কোন সংবাদ কর্মিকেই ছোট করে দেখিনা। সকল সাংবাদিকই আমাদের নিকট গুরুত্বপূর্ন। প্রত্যেকেই জনস্বার্থে ভূমিকা রাখতে পারে। গতকাল শুক্রবার সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক  মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বিকেল ৪ টায় নগরীর আমতলা এলাকায় পুলিশ কমিশনার কার্য্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার কোন বিকল্প নেই। এজন্য সাংবাদিকদের পুলিশকে সহযোগিতা করেেত হবে। মতবিনিময় সভায় সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কমিউনিটি পুলিশিং,বিট পুলিশিং সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। সন্ত্রাস ,জঙ্গি ও মাদক দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও এ্যাড মানবেন্দ্র বটব্যাল, এ্যাড এসএম ইকবাল, সৈয়দ দুলাল, নাসিমুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, প্রেসক্লাবের সাবেক সাধরন সম্পদক ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটিার্জ্য,ি বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারন সম্পাদক আকতার ফারুক শাহীন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান। বক্তারা বলেন নগরীতে গনপরিবহনে বিশৃঙ্খলা রয়েছে। অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুত গতির কারনের প্রায়ই দূর্ঘটনা ঘটছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের পুলিশ বিভাগ থেকে প্রয়োজনীয় তথ্য প্রদান ও অহেতুত হয়রানি বন্ধের দাবী জানান তারা। এছারা ইভটিজিং ও মাদক প্রতিরোধ, স্কুলগামী শিক্ষার্থীদের আড্ডা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে পুলিশের ভুমিকা নেয়ার কথা বলেন তারা। এসময় অন্যান্য দের মধ্যে সাংবাদিক ফিরদাউস সোহাগ,জিয়া শাহীন, হুমায়ুন কবির সহ বরিশালের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদাকিবৃন্দ উপস্থিতি ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম, মোয়াজ্জেম হোসেন ভূইয়াসহ অন্যান্য কমৃকর্তাগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT