3:02 pm , May 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় প্রা:ভ্রমণ ও শরীর চর্চা পরিষদের বার্ষিক ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহিলা ক্লাব প্রাঙ্গনে দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো: ইউনূস। বিশেষ অতিথি ছিলেন ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল লি: এর চেয়ারম্যান ও দৈনিক কীর্তণখোলার নির্বাহী সম্পাদক এএফএম আনোয়ারুল হক। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পিপি মজিবর রহমান, সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খলিফা, আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, সংগঠনের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু ও সালাহ উদ্দিন খোকন সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, এ্যাড. আনিস উদ্দিন শহিদ ইফতার অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও জাকিরুল ইসলাম বাপি প্রমুখ।