3:14 pm , May 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় অনুভুতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী হিসেবে কারান্তরীন কবি হেনরী স্বপন জামিনে মুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বরিশালের মহানগর হাকিম শামীম আহমেদ তার জামিন মঞ্জুর করেন। এরপরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে কারান্তরীন কবি হেনরি স্বপন মুক্তি পেয়েছেন। আদালত সুত্র জানায়, আদালত আগামী ধার্য্য তারিখ পর্যন্ত কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছেন আদালত। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে গত ১৪ এপ্রিল কবি হেনরী স্বপন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বরিশাল অফিসের ক্যামেরা পার্সন জুয়েল সরকার ও তার ভাই অ্যালফ্রেড সরকারকে অভিযুক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বরিশাল ক্যাথলিক চার্চ এর খ্রীস্টান ফাদার ল্যাকাবালিএল গোমেজ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় ১৪ এপ্রিল দুপুরে সাদা পোশাকধারী একদল পুলিশ নগরীর নবগ্রাম রোডের গোলপুকুর খ্রীস্টান কলোনী থেকে কবি হেনরী স্বপনকে গ্রেফতার করে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। এর পর বুধবার হেনরী স্বপনের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। কিন্তু বিচার না মঞ্জুর করেন। দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার পুনরায় জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।