3:13 pm , May 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উন্নয়নের নতুন চমক সৃষ্টি করতে শুরু করেছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ । নগরী পরিস্কার পরিছন্নতাসহ উন্নত মানের সড়ক নির্মান করে নগরবাসীর কাছে নতুন করে দৃষ্টি কেড়েছে এই তরুন মেয়র। অন্যদিকে রাতের আধারকে আলোকিত করতে আধুনিকতার ছোয়ায় চমক দেখাতে নগরীর প্রতিটি স্থানে স্থাপন করা হবে এলইডি বাল্ববের সাথে ফেইস ডিটেক্টর ও সাউন্ড সিস্টেম সিসি ক্যামেরা। বিসিসি প্রশাসনিক শাখা থেকে পাঠানো মেইল তথ্য সূত্রে জানা গেছে বুধবার নগর ভবনে চায়না সাউদার্ন পাওয়ার গ্রীড এনার্জি ইফিসিএন্সী এন্ড ক্লিন এনার্জি কোম্পানীর দুই প্রতিনিধি হি জিং ও এ্যালেন জিন অভিনব প্রেজেন্টেশনে মাধ্যমে তুলে ধরেন নগরীর রাতের দৃশ্য। চীনের ওই প্রতিষ্ঠানটির সাথে ১০ বৎসরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে বিসিসি। চায়না প্রতিনিধির সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে, নগরীর প্রতিটি লাইট পোস্টে স্থাপন করা হবে অত্যাধুনিক এলইডি বাল্ব, যার সাথে সংযুক্ত থাকবে উন্নত মানের ফেইস ডিটেক্টর হাই রেজুলেশন সিসি ক্যামেরা, মাইক ও সাউন্ড সিস্টেম। এই প্রযুক্তি সম্পন্ন করা হলে এ সকল ডিভাইজ নিয়ন্ত্রিত করা হবে সফটওয়ারের মাধ্যমে, যে কোন ধরনের যান্ত্রিক ত্রুটির আগাম সংকেত জানিয়ে দিবে এই সফটওয়ারের সার্ভিসের এ্সএমএস এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। প্রতিটি লাইটের সাথে সিসি ক্যামেরা ও মাইক থাকছে এর ফলে নগরবাসীকে যে কোন ম্যাসেজ জানানো যাবে অতি দ্রুত সেই সাথে। এতে নগরীর নিরাপত্তা আরো দিগুন বৃদ্ধি পাবে। পাশাপাশি জনসাধারন নির্বিঘেœ দিনরাত নগরীতে করতে পারবে চলাচল। এ বিষয় মন্ত্রণালয় অনুমোদনের পরপরই ১০ বৎসরের চুক্তিতে স্বাক্ষর করা হবে। আর এই চুক্তি বাস্তবায়নের ফলে ১০ বৎসর চায়না কোম্পানী রক্ষানাবেক্ষনের দায়িত্ব পালন করার ফলে বিসিসির নিজ রাজস্ব^ থেকে কোন অর্থ ব্যয় হবেনা। একই সাথে প্রতি বছর যে পরিমান অর্থ বিদ্যুৎ এর বাল্ব রক্ষণাবেক্ষন খাতে ব্যয় করা হত তার আর প্রয়োজন হবে না। এতে করে দশ বছরে বিসিসির প্রায় পনের (১৫) কোটি টাকা অর্থ সাশ্রয় হবে। যে স্বপ্ন বরিশালবাসী কোনদিন চিন্তাও করেনি তা অতি শীঘ্রই বাস্তবে রুপান্তরীত করতে যাচ্ছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি নিবার্হী কর্মকর্তা মোঃ খায়রুল আলম ও প্রকৌশলী ওমর ফারুক, প্রকৌশলী আনিছুজ্জামান সহ বিভিন্ন বিসিসি কর্মকর্তা।