আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১ আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১

3:10 pm , May 15, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিরা গ্রামের নজরুল ইসলাম ভাট্রির ছেলে ইয়াবা ব্যবসায়ী সজিব ভাট্রি (২২)কে মঙ্গলবার রাতে বাগধার বাশতলা বাজারের পশ্চিম পার্শ্বের সামচুল হক ভাট্রির খাজুর ভিটা থেকে এসআই তৈয়মুর রহমান গ্রেফতার করে। এ সময় মাদক ব্যবসায়ী সজিবের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই তৈয়বুর রহমান বাদী হয়ে বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, যার নং-৫(১৫-০৫-২০১৯)। গ্রেফতারকৃত সজিব ভাট্রিকে বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT