3:10 pm , May 15, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আজ বরিশাল সিটি কর্পোরেশন প্যানেল মেয়র নির্বাচন। তবে প্রতিদ্বন্দ্বি না থাকায় প্যানেল মেয়র-১ ও ২ পদে কোন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। এ দুটি পদের ১টিতে অর্থাৎ প্যানেল মেয়র-১ পদে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ও প্যানেল মেয়র-২ পদে ৭নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
তবে লড়াই হবে প্যানেল মেয়র-৩ পদে। সংরক্ষিত এই প্যানেল মেয়রের পদটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন চার জন। যারা হলেন বরিশাল সিটি কর্পোরেশনের চার বারের নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, তিন বারের নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেতা কহিনুর বেগম, সদ্য আওয়ামী লীগে যোগদান করা সাবেক প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা এবং প্রথমবার নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলর গায়েত্রী সরকার পাখি। প্রার্থী চারজন হলেও এদের মধ্যে সালমা আক্তার শিলা, কহিনুর বেগম ও আয়শা তৌহিদ লুনার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কাউন্সিলর জানিয়েছেন, শিল্ াও কহিনুর বেগমের মধ্যে যে কেউ বিজয়ী হতে পারেন। এদের মধ্যে থেকে একজন সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ড কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে প্যানেল মেয়র বিজয়ী হবেন। উল্লেখ্য, গত বছর ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র ও নব নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহন এবং ২৩ অক্টোবর তারা দায়িত্ব গ্রহন করেন। এর প্রায় সাত মাসের মাথায় আজ ১৬ জুন বৃহস্পতিবার প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে।