ইউনিলিভারের নগরীর ডিপোর মালামাল চুরি মামলায় স্টোর কিপার জেলে হাজতে ইউনিলিভারের নগরীর ডিপোর মালামাল চুরি মামলায় স্টোর কিপার জেলে হাজতে - ajkerparibartan.com
ইউনিলিভারের নগরীর ডিপোর মালামাল চুরি মামলায় স্টোর কিপার জেলে হাজতে

3:05 pm , May 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ইউনিলিভারের বরিশাল ডিপোর ১৩ লাখ টাকার মালামাল চুরির মামলায় জেলে ষ্টোর কিপার ইয়াকুব আলীকে। ওই মামলার আসামী হিসেবে গতকাল বুধবার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন ইয়াকুব আলী। আদালতের মহানগর হাকিম মো. আনিছুর রহমান আবেদন না মঞ্জুর করে তাকে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেন। ইয়াকুব আলী নগরীর আহম্মেদ মোল্লা সড়কের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। বাদী পক্ষের আইনজীবী লাভলী বেগম জানান, ২০১৭ সালের ১৫ মার্চ থেকে ইয়াকুব আলী নগরীর নতুন বাজার এলাকায় ইউনিলিভারের পরিবেশক মেসার্স ইসরাইল তালুকদারের ডিপোর ষ্টোর কিপার পদে যোগদান করেন। সেখানে কর্মরত থেকে বিগত দেড় বছরে বিভিন্ন সময় ইয়াকুব আলী ষ্টোরের বিভিন্ন ধরনের মালামাল চুরি করে বিক্রি করে। এতে ষ্টোরে ১৩ লাখ টাকার ঘাটতি দেয়া দেয়। এছাড়া তাকে সহায়তা করেন হাউজ ম্যানেজার মোস্তাফিজুর রহমান। বিষয়টি প্রকাশ হলে ষ্টোর কিপার ইয়াকুব আলী তার দোষ স্বীকার করে প্রতিষ্ঠানের পাওনা টাকা পরিশোধ করতে নন জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দেন। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তারা বাজার মনিটরিং শেষে ১৩ লাখ টাকার ঘাটতি দেখে ইয়াকুব আলীর কাছে টাকা ফেরত চায়। ইয়াকুব আলী টাকা পরিশোধে টালবাহানা শুরু করে। পরবর্তীতে নগরীর বিবির পুকুর পাড়ে ইয়াকুব আলীর সাথে দেখা হলে পরিবেশক নাছির তালুকদার তার পাওনা টাকা ফেরত চায়। এতে ইয়াকুব আলী তাকে হুমকী দিয়ে টাকা ফেরত দেয়ার কথা অস্বীকার করে। এঘটনায় ষ্টোর কিপার ও হাউজ ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমান জামিন নিলেও ইয়াকুব আলী আত্মগোপনে থাকেন। পরবর্তীতে গত ১২ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গতকাল ইয়াকুব আলী স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT