3:02 pm , May 14, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বিদেশ পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ৩ আদম ব্যবসায়িকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার প্রতারনার শিকার বিমানবন্দর থানাধীন মানিককাঠি গ্রামের বাসিন্দা নাসিমা বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি আমলে নিয়ে ওই আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা প্রাপ্ত আসামীরা হল, শিকারপুর রাহুতকাঠি গ্রামের বাসিন্দা হারুন অর রসিদ, তার ছেলে জসিম উদ্দিন ও পুত্রবধু জান্নাতুর রহমান জুথি। আদালত সুত্র জানায়, জসিম দীর্ঘ দিন থেকে আদম ব্যবসা করে আসছিলেন। বাদী নাসিমা বেগমের ছেলেকে অস্ট্রিলিয়া পাঠানোর জন্য আসামীদের সাথে কথা বলে। এসময় জসিম তার কাছে ২৫ লাখ টাকার বিনিময়ে তার ছেলেকে অস্ট্রিলিয়া পাঠানোর কথা জানায়। পরে বিভিন্ন তারিখেসহ গত বছরের ১৭ মে পর্যন্ত ২১ লাখ ৫০ হাজার টাকা নেয়। পরবর্তীতে বাদীর ছেলে আতিকুর রহমানকে অস্ট্রিলিয়া না নিয়ে ভানুয়াতু নামক একটি দ্বীপ রাষ্ট্রে অবৈধ ভাবে আটকে রাখে। এবং অস্ট্রিলিয়া পাঠাতে আরও ৪ লাখ টাকা নিয়ে যায়। গত ১৫ মার্চ টাকা ফেরত দিবে বলে অঙ্গিকার করে। ৫ এপ্রিল স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করলে টাকা ফেরত দেয়ার কথা অস্বীকার করে। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।