3:00 pm , May 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় অনুভতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার হয়েছে প্রথিতযশা কবি হেনরী স্বপন। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার ল্যাকাবেলী গোমেজ বাদী হয়ে ওই মামলা করেন। মামলায় কবি হেনরি স্বপন ছাড়াও টিভি চ্যানেলের সাংবাদিক জুয়েল সরকার ও তার ভাইকে আসামী করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। একই সময় বরিশাল ক্যাথলিক চার্চে ধর্মিয় অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠান নিয়ে ধর্মীয় অনুভতিতে আঘাত এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়। এই ঘটনায় বরিশাল ক্যাথলিক চার্চ এর ফাদার ল্যাকাবেলী গোমেজ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার আসামী হিসেবে কবি হেনরি স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এর আগে গত শনিবার দিবাগত রাতে কবি হেনরী স্বপনকে তার নিজ বাড়িতে গিয়ে জীবননাশ সহ বরিশাল ত্যাগের হুমকি দেয় একদল দুর্বৃত্ত। এই ঘটনায় সোমবার রাতে হেনরী স্বপন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর এক দিন পরেই তিনি সহ তিনজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়া হয়েছে।