বাবুগঞ্জে জমি নিয়ে দ্বন্ধে হামলায় মহিলাসহ আহত-৫ বাবুগঞ্জে জমি নিয়ে দ্বন্ধে হামলায় মহিলাসহ আহত-৫ - ajkerparibartan.com
বাবুগঞ্জে জমি নিয়ে দ্বন্ধে হামলায় মহিলাসহ আহত-৫

3:18 pm , May 13, 2019

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৮টায় কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে। আহতদেরকে বাবুগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার সাবেক ইউপি সদস্য বাবুল বেপারী বাদি হয়ে প্রতিপক্ষের ৫/৬ জনকে আসামী করে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ বেপারীর সাথে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের ঘটনা নিয়ে এলাকায় একাধীকবার শালিশ বৈঠক হলেও শালিশগণ তাদের বিরোধ মিমাংশা করতে ব্যর্থ হয়েছেন। তারই ধারাবাহিকতায় গত রোববার সিদ্দিকুর রহমান তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে মুক্তিযোদ্ধা মোশারর বেপারীর চাষকৃত মুগডাল তুলতে যায়। এ সময় মুক্তিযোদ্ধা মোশারব বেপারী বাধা দিলে সিদ্দিকুর রহমানের ভাড়াটিয়া বাহিনীরা মুক্তিযোদ্ধা মোশারব বেপারীকে মধ্যযোগী কায়দায় পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডাক চিৎকারে মেয়ে তানিয়া বেগম ও ভাই সাবেক ইউপি মেন্বও বাবুল বেপারী মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত মুক্তিযোদ্ধা মোশারব বেপারী(৬৫) ও তার মেয়ে তানিয়া বেগম(৩২)কে উদ্বার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সাবেক ইউপি মেন্বর বাবুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে সাবেক ইউপি মেন্বর বাবুল বেপারী বাদি হয়ে বাবুগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য ওই বিরোধী জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT