3:17 pm , May 13, 2019
শাকিল মো: বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরে শিশু শিক্ষার্থীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করা হয় শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০)। সে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার শিক্ষক। এর আগে সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ এনে শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা করে। পরে পুলিশ মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত এসকেন্দার সরদারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রথম জামাতের শিশু ছাত্রীদের প্রায় সময় যৌন নিপীড়ন করে শিক্ষক জাহাঙ্গীর আলম। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘটনার শিকার ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে শিক্ষক জাহাঙ্গীর তাকে একটি খালি কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করে। পরবর্তীতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবার কাছে প্রকাশ করে। তাৎক্ষনিক ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করে। তবে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সব মিথ্যা। আমাকে ফাঁসানো হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।