লালমোহনে ১৫ লক্ষ টাকা চুরি মামলায় চোরা হাদিসসহ গ্রেপ্তার ৩ লালমোহনে ১৫ লক্ষ টাকা চুরি মামলায় চোরা হাদিসসহ গ্রেপ্তার ৩ - ajkerparibartan.com
লালমোহনে ১৫ লক্ষ টাকা চুরি মামলায় চোরা হাদিসসহ গ্রেপ্তার ৩

3:16 pm , May 13, 2019

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাংগাশিয়া গ্রামে চোরা হাদিস আতংকে রয়েছে এলাকাবাসী। নারী নির্যাতন মামলা, ছিনতাই মামলা, মাদক মামলা, জুয়ার সর্দার এমনকি পাংগাশিয়া বাজারে বিভিন্ন চুরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত ২ মে পাংগাশিয়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী ছালাউদ্দিন মৃধার বাড়ি থেকে কাঠের বাক্স ভেঙ্গে নগদ ১৫ লক্ষ টাকা চুরি করে হাদিস, তার সহযোগী মোঃ মফিজ ও মোঃ লোকমান। এ ঘটনায় ৯ মে ছালাউদ্দিন বাদী হয়ে হাদিস, মফিজ ও লোকমানকে আসামী করে থানায় চুরির মামলা দায়ের করে। মামলার পর পুলিশ ৩জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। তাদের ৫ দিনের রিমান্ডও চায় থানা পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাঙ্গাসিয়া বাজারে ছালাউদ্দিনের সার ও কীটনাশকের দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। ২ মে হালখাতার কালেকশনকৃত টাকা কোম্পানীর লোকদের পরিশোধ করে বাকী ১৫ লক্ষ টাকা বাড়িতে নিয়ে রাখে। কিন্তু রাত্র অনুমান আড়াইটার পরে ঘরে ৩ চোর বসত ঘরের পিছনের জানালা ভেঙ্গে প্রবেশ করে টাকা নিয়ে যায়। বাক্স ভাঙ্গার শব্দ শুনে ছালাউদ্দিন ও ও তার স্ত্রী নাজমা বেগম ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে চোরদের দেখতে পান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT