3:15 pm , May 13, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া সিমান্তবর্তী কাঠালিয়া উপজেলার বায়লাবুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক ইসমাইল হালাদরের একটি গাভী কুপিয়ে জখম করছে প্রতিপক্ষ আব্দুস সালাম। আব্দুস সালাম একই এলাকার মৃত আঃ রশিদ হাওলাদারের পুত্র। গাভীর মালিক ইসমাইল হাওলাদার জানান গত শুক্রবার বেলা এগারো টার দিকে গাভীটি প্রতিপক্ষ আব্দুস সালামের কলাক্ষেতের পাশে গেলে ধারালো কাচিঁ দিয়ে কোপ দিয়ে আব্দুস সালাম নিজেই গাভীর মালিক আমার স্ত্রী কহিনুর বেগমের নিকট গিয়ে জানান গাভীটির কি যেন হয়েছে। কহিনুর বেগম ঘটনাস্থলে গিয়ে দেখেন গাভীটির পেট কেটে নারিভুরি বের হয়ে গেছে। তাৎক্ষনিক ভা-ারিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকারকে খবর দিলে সে গাভীটি প্রাথমিক চিকিৎসা শেষে ৮ টি সেলাই দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হায়দার ও বাহাদুর জনান, আমরা ঘটনাস্থলের কাছেই কাজ করছিলাম। তখন সালাম কাচিঁ দিয়ে গরুটিকে কোপ দিতে দেখি। এ বিষয়ে ইউপি সদস্য মোঃ মুনসুর বলেন ঘটনাটি আমি শুনেছি। মিমাংসার চেষ্টা চলছে। এ বিষেয়ে প্রতিপক্ষ আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন যা পারেন করেন। আমি কোন মিমাংসায় যাবোনা।