3:12 pm , May 12, 2019
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় জায়গা-জমির বিরোধের জের ধরে মা ও ছেলের উপর হামলা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় হামলাকারীরা ঘরে আসাপত্র ভাংচুর করে মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার জয়রামপট্রি গ্রামের জায়গা-জমির বিরোধের জের ধরে সৌদি প্রবাসী আ. রহমান আনোয়ারের স্ত্রী রাবেয়া বেগম (৩৫) ও ছেলে মাদ্রাসা ছাত্র ইউসুফ মিয়া (১৮)’র উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ লায়েক ও ফায়েক মিয়ার নেতৃত্বে ৬ জনের একটি দল। হামলাকারীরা ঘরের মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মালপত্র নিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় রাবেয়া বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে।