বোরহানউদ্দিনে লঞ্চের পল্টুন’ ক্ষতিগ্রস্থ, আহত ৩০ বোরহানউদ্দিনে লঞ্চের পল্টুন’ ক্ষতিগ্রস্থ, আহত ৩০ - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে লঞ্চের পল্টুন’ ক্ষতিগ্রস্থ, আহত ৩০

3:42 pm , May 11, 2019

এরশাদ, বোরহানউদ্দিন ॥ বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে ঢাকাগামী কর্ণফুলী ১৩ লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৩০ জন আহত এবং একজন যাত্রী নিখোঁজ রয়েছেন। এ সময় ঘাটের পল্টুন দুমড়ে-মুচড়ে যায়, পল্টুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হাকিমুদ্দিন লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেককে বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একজন নিখোঁজের সংবাদে উদ্ধার কাজ করছে পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। স্থানীয়রা ক্ষোভের সাথে বলেন, ভোলার চরফ্যাশন থেকে ঢাকার এই রুটে কর্ণফুলী কোম্পানির সকল লঞ্চের অব্যবস্থাপনা এবং নৈরাজ্যের কারণে আমরা বিপদগ্রস্থ। প্রায়ই তারা অন্যান্য লঞ্চের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পল্টুনে অপেক্ষমাণ যাত্রীদের ওপর উঠিয়ে দেয়, আজও তার ব্যতিক্রম ঘটেনি।কয়েকদিন আগেও কর্ণফুলী ১২ লঞ্চের ধাক্কায় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত ঐ যাত্রী চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ভুগছেন। কিন্তু দুঃখের বিষয় লঞ্চ কর্তৃপক্ষ উক্ত ব্যাক্তির কোনো প্রকার খোঁজ নেয়নি। এদিকে তজুমুদ্দিন ও হাকিমুদ্দিন লঞ্চঘাটের মানুষেরা কর্ণফুলী লঞ্চ গুলোর অব্যবস্থাপনা ও জোড় জুলুমের বিচার দাবি করে বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষের এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। এঘটনায় কর্ণফুলী ১৩ লঞ্চ কতৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা মোবাইল ফোনটি রিসিভ করেনি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ম. এনামুল হক জানান, ২৫-৩০ জনের আহতের খবর পেঁয়েছি। তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একজনের নিখোঁজ এর সংবাদে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ উদ্ধারের কাজ করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT