3:17 pm , May 10, 2019
প্রতিবেদক ॥ চরফ্যাসনে জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ নাছির উদ্দিনের বসতবাড়ির দরজা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী আতিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। বুধবার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। বসত বাড়ির রাস্তা কাটায় বাঁধা দেয়ায় নাছির উদ্দিন পরিবারের ৪ নারীকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়দের সহয়াতায় আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার নাসির উদ্দিন বাদি হয়ে চরফ্যাসন থানায় ৬ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলায় আহতরা হলেন, মমতাজ বেগম(৩৮), নুরজাহান(৩৫) খাদিজা(২৫) এবং জাকিয়া বেগম(২০)। মাওলানা নাসির উদ্দিন অভিযোগ করেন, প্রতিবেশী আতিকুল ইসলাম বাবুলের কাছ থেকে তার বাবা জালাল আহমেদ ও তিনি ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ মৌজায় এসএ ১২৮,৩৯. ৩৭ নং খতিয়ানে ৮৪ শতাংশ জমি ক্রয় করে বসত বাড়ি ও ঘর উত্তোলন করে ভোগদখল করেন। কয়েক মাস যাবত জমির মুল মালিক আতিকুল ইসলামগংরা ওই জমির মালিকানাদাবী করে তার দখলীয় জমি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলো। গত বুধবার আতিকুল ইসলাম গংরা সংঘবদ্ধ হয়ে ওই বসত বাড়ির দরজা কেটে ফেলে । এসময়ে স্ত্রী মমতাজ বেগম, বোন নুরজাহান, ছোট ভাইর স্ত্রী খাদিজা ও ভাগনি জাকিয়া মাটি কাটা বাঁধা দিলে আতিকুলগংরা সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা করে মারধর করে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। এই হামলার ঘটনায় চরফ্যাসন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আতিকুল ইসলামের মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
চরফ্যাসন থানর ওসি মো. সামছুল আরেফিন জানান, এ ঘটনায় মাওলানা নাসির উদ্দিন বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।